১০ম হোমিওপ্যাথিক দিবস উপলক্ষ্যে বরিশালে র্যালি করেছে হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যান সমিতি। সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে কেক কেটে দিবসের কর্মসূচির শুভ সূচনা করেন প্রধান অতিথি মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। পরে বেলুন উড়িয়ে র্যালির উদ্ধোধন করেন তিনি।
এ সময় সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাইদ মাহামুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. এমএন ইসলাম ও হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ জাকির হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অশ্বিনী কুমার হলের সামনে থেকে বের হওয়া র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ