রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার জনপথ মোড়ে এক ব্যক্তিকে গুলি করে তার কাছে থাকা পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার দুপুরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গুলিতে আহত আবিদুল ইসলামকে (২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। আবিদুলের বাম পায়ে চারটি গুলি লেগেছে। তার অস্ত্রোপচার করা হচ্ছে।
এ ব্যাপারে ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, জনপথ মোড়ে ইসলামী ব্যাংক থেকে দুপুরের দিকে পাঁচ লাখ টাকা তুলে আবিদুল তার কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে ছয়জন এসে আবিদুলের হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিতে যায়। আবিদুল বাধা দিলে তার পায়ে গুলি করে টাকার ব্যাগ নিয়ে চলে যায় তারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার