চট্টগ্রাম নগরীর বন্দর এলাকায় জান্নাতুল ফেরদৌস (২২) ও চান্দগাঁও থানা এলাকায় সীমা আকতার নামে দুইজন নারী পোশাক শ্রমিক পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
সোমবার কিালের দিকে পৃথক এ দুটি ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের নায়েক রসিক চাকমা।
পুলিশ ও চমেক সূত্রে জানা যায়, বিকাল ৫টায় চান্দগাঁও সিএন্ডবি বিসিকের সামনে বাসে ওঠার সময় পড়ে যান সীমা আকতার (২২)। এ সময় পেছন থেকে আসা আরেকটি গাড়ি তাকে চাপা দিলে গুরুতর আহত হন। এসময় পারভেজ নামের এক তরুণ সীমাকে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত বলে জানান।
এদিকে ইপিজেড মোড়ে ট্রাক চাপায় জান্নাতুল ফেরদৌস (২২) নামের এক নারী পোশাককর্মী নিহত হন। তিনি পতেঙ্গা থানার ১৪ নম্বর কলোনির আবু বকর সিদ্দিকের মেয়ে। বেলা ২টার দিকে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জান্নাতকে ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন