নিহত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের শূন্য গাইবান্ধা -১ আসনের এমপি হিসেবে শপথ নিয়েছেন উপ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ।
জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজ দপ্তরে তাকে শপথ বাক্য পাঠ করান। চীফ হুইপ আ. স. ম ফিরোজ, হুইপ মোঃ শহীদুজ্জান সরকার ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জের শাহবাজ গ্রামে নিজ বাড়িতে আততায়ীর গুলিতে আহত হন ক্ষমতাসীন দলের সংসদ সদস মঞ্জুরুল ইসলাম লিটন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে এর দেড় ঘণ্টা পরে তিনি মারা যান।