পাট থেকে পলিথিনের বিকল্প হিসেবে বাংলাদেশের বিজ্ঞানীরা পচনশীল পলিব্যাগ তৈরি করেছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি।
আজ শুক্রবার রাজধানীর ডেমরায় অবস্থিত লতিফ বাওয়ানী জুটমিলে পলিব্যাগ তৈরির প্রাথমিক পাইলট প্ল্যান্ট উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বিশেষ অতিথি ছিলেন।
ইমাজ উদ্দিন বলেন, পাটের সুক্ষ্ম সেলুলোজকে প্রক্রিয়াজাত করে বিজ্ঞানীরা এ ব্যাগ তৈরি করেছেন। তাদের আবিস্কৃত এ পলিব্যাগ দেখতে প্রচলিত পলিথিনের মতোই হালকা, পাতলা ও টেকসই।
তিনি আরও বলেন, পাটের তৈরি এ পলিথিন মাটিতে ফেললে তা মাটির সাথে মিশে যাবে। এর ফলে পরিবেশ দূষিত হবে না।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি)’র তত্ত্বাবধানে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা ও বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের সাবেক মহাপরিচালক ড. মোবারক আহমদ পাটের তৈরি এ পলিব্যাগ উদ্ভাবন করেছেন। উদ্ভাবিত পলিব্যাগ পাইলট প্রকল্প পর্যায়ে উৎপাদনের উদ্যোগ নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান বিজেএমসি।
অনুষ্ঠানে এ সময় ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মো. হাবিবুর রহমান মোল্লা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান, বিজেএমসি চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিজেএমসির বিভিন্ন স্টেক হোল্ডারগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১২ মে ২০১৭/এনায়েত করিম