চট্টগ্রাম মহানগরের হকাররা ঈদের পর ১ জুলাই থেকে বিকাল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত সাত ঘণ্টা ব্যবসা করতে পারবেন। নগরের হকারদের শৃঙ্খলায় আনতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) বুধবার দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে নিবন্ধিত হকার সংগঠনগুলার সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করে।
সিদ্ধান্ত মতে, আগামী ১ জুলাই থেকে চসিকের নির্ধারিত স্থানে কেবল পরিচয়পত্রধারী হকাররাই বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত পণ্যসামগ্রী নিয়ে বসার সুযোগ পাবেন। এ ব্যাতিক্রম হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষীদের শাস্তি দেওয়া হবে।
সভায় সিটি মেয়র বলেন, চসিকের প্রকৌশল বিভাগ ফুটপাতগুলোকে টাইলস্ দ্বারা দৃষ্টিনন্দন করবে। পৃথক করে দোকানের পজিশন মার্কিংসহ নাম্বারিং করে দেবে। নির্দিষ্ট আইডি কার্ডধারী হকাররা তার আইডি নম্বর অনুযায়ী নির্দ্দিষ্ট স্থানে ব্যবসা পরিচালনা করবে। ফুটপাতে জনসাধারণের চলাচলের সুযোগ থাকবে।
তিনি বলেন, প্রত্যেক হকারকে দৃষ্টিনন্দন একটি বড় আকারের ছাতা সরবরাহ করা হবে। নির্দিষ্ট স্থানের বাইরে জায়গা দখল করে কোনো ধরনের ব্যবসা পরিচালনার সুযোগ পাবে না। দৃষ্টি নন্দন, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী গড়ার পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন, স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস, তত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, প্রধান পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম, হকার সংগঠন ও সমিতির মধ্যে চট্টগ্রাম হকার্স লীগের সভাপতি নুর আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন, চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশনের সভাপতি মো. মিরন হোসেন মিলন, চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম মিয়া।