প্রায় ৭০ লাখ টাকা মূল্যের গ্লিসারিনের নিলামের সরকারি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম বন্দরের তিন কর্মীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আটকরা হলেন, চট্টগ্রাম বন্দরের সহকারী পরিবহন পরিদর্শক মো. মনোয়ার হোসেন, উচ্চমান বহি: সহকারী নুরুল ইসলাম চৌধুরী ও পুলক কান্তি দাশ।
বুধবার সকাল ১১টার দিকে বন্দর থেকে তাদের আটক করা হয়েছে বলে জানান দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবু সাঈদ।
তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চট্টগ্রাম বন্দরের ১৪টি কন্টেইনার ভর্তি ৪০৪ মেট্রিকটন ক্রোড গ্লিসারিনের নিলামের টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় তাদের আটক করা হয়েছে। প্রায় ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বুধবার নগরীর হালিশহর থানায় মামলাটি দায়ের করেছেন দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এইচ এম আক্তারুজ্জামান। মামলায় বন্দর ও কাস্টমসের ৬ কর্মকর্তাসহ ১১ জনকে আসামি করা হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন