চট্টগ্রাম জেলার পটিয়া থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় হেলাল উদ্দিন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। হেলাল পটিয়ার কচুয়াই এলাকার হাজী শামসুল আলমের ছেলে।
আজ পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আবদুল হামিদ। তবে মুমূর্ষু অবস্থায় হেলাল উদ্দিনকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার