সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন পারাইরচক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন।
বুধবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।
মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল জানান, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাছের সাথে ধাক্কা খায়। পড়ে গড়িয়ে খাদে পড়ে। এসময় গাড়িতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত দুই যাত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন