শনিবার দেশে পবিত্র ঈদুল আযহা পালন করা হবে। সিলেটে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে।
শনিবার সকাল সাড়ে ৮টায় এ ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জামাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা অংশগ্রহণ করবেন।
এদিকে, হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে সকাল ৮টায়, হযরত শাহপরান (রহ.) মাজার মসজিদে সকাল সাড়ে ৮টায়, সিলেটের আলিয়া মাদরাসা মাঠে সকাল পৌনে ৮টায়, কালেক্টরেট মসজিদে সকাল ৮টায় এবং কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, এবার সিলেট নগরীর ২৪৪টি ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সিলেট জেলার ১০৬৫টি ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত আদায় করা হবে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন