মায়ানমারের শিশুসহ গুলিবিদ্ধ আট রোহিঙ্গা মুসলিমকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। রোহিঙ্গারা মায়ানমারের দাঙ্গাপীড়িত রাখাইন রাজ্যের বাসিন্দা। এর আগে আজ শুক্রবার সকালে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ডুবে যাওয়া ১৬ রোহিঙ্গা মুসলিমের মরদেহ নাফ নদী থেকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালিয়েছিলেন তারা।
বিডি প্রতিদিন/১ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা