সাভার বাজার বাসস্ট্যান্ড ও আমিনবাজার এলাকা থেকে চামড়া ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে চাঁদার নামে টাকা তোলার অভিযোগে মেহসিন বাবু ও রিয়াজুল নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।
সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির জানান, সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে চামড়া ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলার সময় যুবলীগের নেতা পরিচয়ধারী মেহসিন বাবুকে আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অপরদিকে, আমিনবাজারে চামড়ার ট্রাক থেকে টাকা তোলার অভিযোগে রিয়াজুল নামে আরও এক যুবককে আটক করা হয় বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন