রাজধানীতে লাকি আক্তার (৩৫) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মুমূর্ষ অবস্থায় লাকিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত নারীর চাচাতো ভাই মো. শাহদাত হোসেন জানান লাকি দুই সন্তানকে নিয়ে ডেমরা স্টাফ কোয়াটার বড় ভাঙ্গা এলাকায় থাকতো। তার স্বামী আবদুস সালাম প্রবাসী। সন্ধ্যার দিকে তিনি বিষপান করে। দ্রুত তাকে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান বিষয়টি রহস্যজনক। শাহদাদকে আটক করা হয়েছে। লাকির মৃত্যু বিষয়টি ডেমরা থানা অবগত করা হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন