রাজধানীর আদাবর শেখেরটেক এলাকায় রবিবার রাতে দুর্বৃত্তের হামলায় মশিউর রহমান (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মশিউর রহমান ওই এলাকার জুলহাস দেওয়ানের ছেলে।
জানা যায়, মশিউর রাত ১১টার দিকে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। এক পর্যায়ে মশিউরের ডাক-চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আদাবর থানার উপ পরিদর্শক (এসআই) এরশাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শুনেছি ওই এলাকায় হামলার ঘটনায় ঢামেক হাসপাতালে এক যুবক মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার