রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালের স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, স্টোর রুমের সুইচবোর্ড থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে মতিঝিল অবস্থানরত ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিস সদর দপ্তর ও খিলগাঁও থেকে আরো ৪টি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডিপ্রতিদিন/ ১৯ অক্টোবর, ২০১৭/ ই জাহান