সিলেট জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গত বুধবার দিবাগত রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্তির ঘোষণা করেন। একইসাথে জেলা ছাত্রলীগের বিতর্কিত ঘটনার তদন্তে কমিটিও করা হয়েছে।
এদিকে, ছাত্রলীগ কর্মী ওমর আহমদ মিয়াদ হত্যার ঘটনায় সিলেট জেলা ছাত্রলীগের (বর্তমানে বিলুপ্ত) সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটি হওয়ার পর থেকেই সিলেট জেলা ছাত্রলীগ বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছে। মধ্যখানে একবার কমিটি স্থগিত করে রাখে কেন্দ্রীয় ছাত্রলীগ। পরে সেই কমিটি আবার বহাল রাখা হয়। কিন্তু এরপরও জেলা ছাত্রলীগের কতিপয় নেতার নাম জড়িয়েছে বিতর্কে। সর্বশেষ গত সোমবার ছাত্রলীগ কর্মী ওমর আহমদ মিয়াদ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর প্রেক্ষিতেই গত বুধবার রাতে সিলেট জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। সিলেট জেলা ছাত্রলীগের আগামী নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবন বৃত্তান্তও আহবান করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ২৫ অক্টোবরের মধ্যে আগ্রহীদের জীবন বৃত্তান্ত জমা দিতে হবে।
এদিকে বিভিন্ন সময়ে সিলেট জেলা ছাত্রলীগের বিতর্কিত কর্মকাণ্ডে তদন্ত করতে পাঁচ সদস্যের কমিটি করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গত বুধবার থেকে কাজ শুরু করা তদন্ত কমিটি গতকাল বৃহস্পতিবার কেন্দ্রের কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা।
এদিকে ছাত্রলীগ কর্মী ওমর আহমদ মিয়াদ হত্যার ঘটনায় তার বাবা আবুল মিয়া বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
নগরীর শাহপরান থানার ওসি আখতার হোসেন জানান, মামলার আসামিরা হচ্ছেন রায়হান চৌধুরী (জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক), ছাত্রলীগ কর্মী তোফায়েল আহমদ, সারোয়ার হোসেন চৌধুরী, জুবায়ের খান, জাকারিয়া মাহমুদ, রুহেল, ফাহিম শাহ, ফখরুল আহমদ, শওকত হাসান মানিক ও রাফিউল করিম মাসুম। আসামিদের মধ্যে তোফায়েল ও ফখরুল গ্রেফতার রয়েছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন