গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, বস্তিবাসীদের আবাসন সমস্যা নিরসনের জন্য সরকার ভাড়া ভিত্তিক ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ করবে। নভেম্বরের শেষ সপ্তাহে সাড়ে ৫শ’ ফ্ল্যাট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে।
বাংলাদেশ হাউজ বিল্ডিং করপোরেশনের উদ্যোগে ও রিহ্যাবের সহযোগিতায় বৃহস্পতিবার থেকে প্রথমবারের মতো তিন দিনের গৃহায়ন অর্থায়ন মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হোটেল সোনারগাঁও-এর বেলকনি হলে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে রাজধানীর সোনারগাঁও হোটেলে শুরু হলো তিন দিনব্যাপী ‘গৃহায়ন অর্থায়ন মেলা-২০১৭’।
হোটেল সোনারগাঁও বলরুমে শুরু হওয়া এ মেলা ২১ অক্টোবর পর্যন্ত চলবে।
উদ্বোধনকালে মন্ত্রী বলেন, “বস্তিবাসীরা অত্যন্ত মানবেতর জীবন যাপন করেন। তাই তাদের আবাসনের জন্য আমরা ৬৫০ স্কয়ার ফিটের ফ্লাট নির্মাণ করবো। সেখানে টয়লেটসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। সেখানে চার থেকে পাঁচ জন ভালোভাবে বসবাস করতে পারবেন। ভাড়া আনুমানিক প্রায় আট হাজার টাকার মধ্যে থাকবে। বস্তিবাসীরা দৈনিক, সাপ্তাহিক বা মাসিকভাবে ভাড়া পরিশোধের সুবিধা পাবেন।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মো. ইউনূসুর রহমান, হাউস বিল্ডিং করপোরেশনের চেয়ারম্যান শেখ আমিন উদ্দিন আহমেদ, রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল, রিহ্যাবের সহ-সভাপতি লিয়াকত আলী ভুঁইয়া প্রমুখ বক্তৃতা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাউস বিল্ডং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তী।
মেলায় ৩১টি ডেভলপার প্রতিষ্ঠান, ৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ সর্বমোট ৪৭টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
বিডি প্রতিদিন/১৯ অক্টোবর ২০১৭/এনায়েত করিম