চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ইকবাল বাহার নগরীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড পরিচালনার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে সিএমপির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় ডিসিদের এ নির্দেশ দেন।
সভায় সিএমপি কমিশনার সংশ্লিষ্ট ডিসিদের ওয়ারেন্ট তামিল, ওয়ারেন্ট’র গায়ে তামিলকারী অফিসারের কৈফিয়ত উল্লেখ, অপমৃত্যু মামলা, নিয়মিত মামলা, ট্রাফিক সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করতে ডিসি, এসি ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের তাগিদ প্রদান দেন। সভায় সেপ্টেম্বর মাসে অস্ত্র ও মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার ও ভাল কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ৯৪ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন