ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বাগানগেটের সামনে অজ্ঞাত এক তরুণীর লাশ ফেলে পালিয়েছে স্বজনরা। রাত সাড়ে ১২টার সিএনজির পিছনে লাশটির সন্ধান পান চালক।
চালক হোসেন মোল্লাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে মিরপুর ১২ থেকে চিকিৎসার নামে ঢাকা মেডিকেল কলেজ পর্যন্ত সিএনজি ভাড়া করে একজন পুরুষ ও একজন নারী।
ঢামেক মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু জানান, বাগানগেটের সামনে এসে ভাড়া পরিশোধ করতে গেলে টাকা ভাঙানোর নামে তারা উধাও হয়ে যায়। পরে চালক পিছনের সিটে গোলাপি কালারের চাঁদর দিয়ে ঢাকা এক নারীর লাশ দেখতে পান। অজ্ঞাত এক তরুণীর আনুমানিক বয়স ২১/২২ বছর বয়স বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/২০ অক্টোবর ২০১৭/আরাফাত