চট্টগ্রামের হালিশহরে ছুরিকাঘাতে রাসেল (১৯) নামে এক যুবক খুন হয়েছেন।
শনিবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে হালিশহর এ ব্লকের বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। রাসেলের বাড়ি লক্ষ্মীপুর জেলায়।
হালিশহর থানার পরিদর্শক ( তদন্ত) জোবায়ের আহমেদ জানান, রাসেলের বাসস্ট্যান্ডে চটপটির দোকান আছে। দেড় বছর আগে বিদেশ থেকে দেশে ফিরে সে চটপটির দোকান দেয়। চার মাস আগে রাসেল বিয়ে করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেলের দোকানের সামনে রাত সাড়ে ১১ টার দিকে ঝগড়া, হইচই হয়। এর এক পর্যায়ে রাসেলকে ছুরিকাঘাত করা হয়।
পরে গুরুতর আহত রাসেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুনের সঙ্গে কারা জড়িত সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পরিদর্শক জোবায়ের।
বিডিপ্রতিদিন/ ২২ অক্টোবর,২০১৭/ ই জাহান