চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক সুদীপ্ত বিশ্বাস খুনের ঘটনায় ফয়সাল আহমেদ পাপ্পু (২১) নামে আরও একজনকে আটক করেছে পুলিশ। পাপ্পু সুদীপ্তের মূল খুনিদের একজন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে নগরীর দেওয়ানহাট দুই নম্বর রেলগেইট এলাকা থেকে তাকে আটক করা হয়। পাপ্পু নগরীর লালখানবাজারের বাঘঘোনা এলাকার মো. বাবুলের ছেলে।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার ( দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ জানান, পাপ্পু লোহার পাইপ দিয়ে সুদীপ্তের মাথায় আঘাত করেছিল। সুদীপ্তকে আঘাত করে ফেরার পথে নগরীর তিন পুলের মাথা এলাকায় পাপ্পুদের বহনকারী অটোরিকশা বিকল হয়ে যায়। পাপ্পু লোহার পাইপ তিন পুলের মাথা এলাকায় ফেলে চলে যায়।
আনুমানিক ৩ ফুট লম্বা ওয়াসার লোহার পাইপটি তিন পুলের মাথা থেকে রাত সোয়া ১১ টার দিকে উদ্ধারের কথা জানিয়েছেন রউফ।
এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রহুল আমিন জানিয়েছেন, পাপ্পুকে সদরঘাট থানায় নিয়ে খুনের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। রবিবার তাকে আদালতে হাজির করা হবে।
এর আগে একই ঘটনায় মোক্তার, বাবু ও খায়ের নামে তিনজনকে আটক করা হয়।
গত ৬ অক্টোবর নগরীর সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে সুদীপ্তকে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে খুন করে দুবৃর্ত্তরা।
বিডিপ্রতিদিন/ ২২ অক্টোবর,২০১৭/ ই জাহান