স্ত্রী হত্যার দায়ে মো. ইলিয়াছ নামে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন আদালত।
রবিবার এ আদেশ দেন চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ নজরুল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত ইলিয়াছ ফটিকছড়ির ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়ন কেঁচিয়া গ্রামের অধিবাসি।
রাষ্ট্রপক্ষের আইনজীবি সমীর দাশগুপ্ত বলেন, ইলিয়াছের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ প্রমাণীত হওয়ায় আদালত ফাঁসির আদেশ দিয়েছেন।
জানা যায়, ২০১১ সালে চাচাতো বোন সাফিয়া বেগমের সাথে ইলিয়াছের বিয়ে হয়। বিয়ের চার মাসের মাথায় সাফিয়াকে হত্যা করে ইলিয়াছ। এ ঘটনায় নিহতের বাবা মো রফিক বাদি হয়ে ভুজপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১১ সালের ১৮ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০১৩ সালের ১ সেপ্টেম্বর আদালত অভিযোগ গঠন করেন। ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন