রাজধানীর গুলশানের কনকর্ড প্লাজা থেকে অপহৃত শিশু তৌসিফুর রহমানকে (৬) উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সাথে তিন অপহরণকারীকে আটক করেছে পুলিশ। এরা হল- রুবেল (২৪), শিমুল (২০) ও সাগর (২০)।
শনিবার রাজধানীর কুনিপাড়া থেকে শিশুটিকে উদ্ধারসহ অপহরণকারীদের আটক করা হয়।
ডিএমপি উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, বাবা মায়ের সঙ্গে শপিং মল থেকে শিশু তৌসিফকে অপহরণ করে। এরপর রুবেল তার বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ডিবি পুলিশ টাকা দেওয়ার ফাঁদে ফেলে তেজগাঁও থেকে রুবেলকে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী কুনিপাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার এবং রুবেলের দুই সহযোগীকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/৫ নভেম্বর ২০১৭/হিমেল