কেরানীগঞ্জে ছুরিকাঘাতে মো. সালাউদ্দিন (৪০) নামে এক ওমান প্রবাসী খুন হয়েছেন। তিনি তিন মাসের ছুটিতে দেশে এসেছিলেন। তার বাড়ি কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায়।
বাড়ির পাশে মাদকের আসর বসানোতে বাধা দেয়ায় তাকে খুন করা হয়েছে বলে নিহতের ভাই দাবি করেছেন। নিহতের ভাই আলাউদ্দিনের দাবি, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে পার্শ্ববর্তী হোগলাগাতি গ্রামের আরিফ, মিজান, ইসানুর, মর্তুসহ চার-পাঁচজন কলাতিয়া এলাকায় তাদের বাড়িতে এসে তার ভাই সালাউদ্দিনকে ডাকেন। তিনি বের হলে তাকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যান। এ সময় সালাউদ্দিনের চিৎকারে পরিবারের লোকজন বের হয়ে তাকে উদ্ধার করেন। রাত তিনটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। আজ সকাল পৌনে আটটার দিকে তার মৃত্যু হয়।
তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন