নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করতে চায় নির্বাচন কমিশন। কিন্তু দু:খজনক হলেও সত্য দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা নেই। তাদের মধ্যে স্বাভাবিক যোগযোগটুকুও নেই। সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ সুষ্ঠু নির্বাচনের জন্য জরুরী। দুর্বল নির্বাচন গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করে। কোনভাবেই আগামী সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে দেয়া হবে না।
আজ সকালে জেলা পরিষদ মিলনায়তনে সিলেট সিটি করপোরেশন এলাকার ভোটারদের মধ্যে স্মার্টকার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
এসময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আরও বলেন, আগামী বছরের মার্চ থেকে মে মাসের মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিুপুর্ণভাবে করতে সবার সহযোগিতা চান তিনি।
স্মার্টকার্ড বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, বিভাগীয় কমিশনার নাজমানারা খানুম, ডিআইজি কামরুল আহসান, পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, স্থানীয় সরকারের উপ পরিচালক দেবোজিৎ সিনহা প্রমুখ।
পরে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরীর হাতে স্মার্ট কার্ড তুলে দেন। আগামী বছরের মে মাসের মধ্যে নগরীর সবার হাতে স্মার্ট কার্ড তুলে দেয়া হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন