চট্টগ্রাম থেকে চুরি হওয়া প্রায় দেড় লাখ লিটার জ্বালানী তেলসহ ‘এমটি রাইদাহ’ নামের একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে র্যাব সদস্যরা।
রবিবার দিনভর অভিযানে খুলনা নগরীর ক্রিসেন্ট জুট মিল এলাকার ভৈরব নদ থেকে ট্যাংকারটি জব্দ করা হয়। এসময় তেল পাচার সিন্ডিকেটের ১৪ সদস্যকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী চোরাই তেলের ক্রেতা মো. সুমনের নিকট থেকে ৬ হাজার লিটার জ্বালানী তেল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকেও আটক করেছে র্যাব।
জানা যায়, চট্টগ্রামে যমুনা অয়েল কোম্পানির প্রধান ডিপো থেকে সম্প্রতি প্রায় এক কোটি টাকার জ্বালানী তেল চুরি হয়। দু’টি জাহাজে করে এই তেল পরিবহন করা হয়। এর মধ্যে ‘এমটি রাইদাহ’ জাহাজে করে চোরাই তেল পরিবহন করে খুলনায় আনা হয়।
র্যাব-৬’র স্পেশাল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান বাংলাদেশ প্রতিদিনকে জানান, চট্টগ্রাম থেকে চোরাই তেল নিয়ে একটি জাহাজ খুলনার দিকে এসেছে এ ধরনের খবরের ভিত্তিতে শনিবার রাতে খালিশপুর এলাকায় ভৈরব নদে তল্লাশি চালানো হয়। রাতে ক্রিসেন্ট জুট মিলের পেছনে ভৈরব নদের মাঝখানে ‘এমটি রাইদাহ’ নামে একটি ট্যাংকার পাওয়া যায়। এটি ২৭ অক্টোবর থেকে এখানে রয়েছে। ট্যাংকারে থাকা ১৪ জনকে র্যাব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা ২৫ অক্টোবর চট্টগ্রাম থেকে চুরি হওয়া তেল সম্পর্কে তথ্য দেয়। এরপর চোরাই তেলের ক্রেতা মো. সুমনকে আটক করা হয়। তেল চুরি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/০৫ নভেম্বর, ২০১৭/মাহবুব