চট্টগ্রামের চন্দনাইশ থেকে মো. হাবিব নামে এক মানসিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার উপজেলার বৈলতলী ইউনিয়নের নতুনপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
চন্দনাইশ থানার ওসি ফরিদ উদ্দিন খোন্দকার বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে হাবিবের লাশটি উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। লাশের ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলেও তিনি জানান।
তিনি বলেন, হাবিব মানসিক প্রতিবন্ধী ছিলেন। শনিবার রাতে তিনি বাড়ি থেকে পালিয়ে আসেন। এরপর তার লাশ উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/০৫ নভেম্বর, ২০১৭/মাহবুব