চট্টগ্রাম নগরীর আখতারউজ্জামান ফ্লাইওভারে ফের মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রেদোয়ান (২৫) নামে এক যুবক। এসময় আহত হয়েছেন মাহবুব নামে আরেকজন। নগরীর জিইসি মোড়ের উপরে ফ্লাইওভারে শনিবার গভীররাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেদোয়ানের (২৫) বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, নগরীর লালখানবাজার এলাকা দিয়ে ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ে উঠেছিলেন রেদোয়ান। পেছনে ছিলেন সমবয়সী একই এলাকার মাহবুব। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে ফ্লাইওভারের উপর পড়ে যান তিনি। এতে রেদোয়ান ও মাহবুব আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রেদোয়ানকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/০৫ নভেম্বর ২০১৭/আরাফাত