মুক্তিপণ আদায়ের জন্য রাজধানীর ডেমরার এক স্কুলছাত্রকে অপহরণ করে হত্যার দায়ে বিল্লাল চাপরাশি ও মো. শাহজাহান নামের দুই রঙমিস্ত্রিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মাজহারুল হক সাংবাদিকদের জানান, এ মামলায় ২০ জন সাক্ষীর মধ্যে ২০ জনই আদালতে সাক্ষ্য দিয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আসামি দু'জনই রংমিস্ত্রি। ল্যাপটপ শেখানোর কথা বলে প্রতিবেশী স্কুল পড়ুয়া হাসানকে আসামিরা তাদের বাসায় ডেকে নিয়ে যায়। এরপর তাকে হত্যা করে তিন ফুট মাটির নিচে পুঁতে রেখে হাসানের বাবার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। গ্রেফতারে পর আসামির ঘটনার কথা স্বীকার করে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জাবানবন্দি দেয়। এদিকে রায় ঘোষণার পর নিহত হাসানের বাবা আনোয়ার হোসেন সন্তোষ প্রকাশ করে বলেন, এ রায় দ্রুত কার্যকর করা হোক।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ জুলাই আসামি শাজাহান ও বিল্লাল রাজধানীর ডেমরার ক্যামব্রিজ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মো. হাসানকে (১৩) অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে পঞ্চাশ হাজার টাকা দেয়া হলেও আসামিরা হাসানকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় নিহত হাসানের বাবা আনোয়ার হোসেন ডেমরা থানায় একটি হত্যা মামলা করেন। পরে ঘটনার তদন্ত করে দুইজনকে আসামি করে ২০১৪ সালের ১৮ নভেম্বর ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
বিডি-প্রতিদিন/০৫ নভেম্বর, ২০১৭/মাহবুব