বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী গ্রামে মাদক কেনার টাকা না পেয়ে রান্নাঘরে আগুন দিয়েছে সবুজ কুমার গাইন (২৬) নামে এক যুবক। রবিবার দুপুরে এ ঘটনার পরপরই সবুজকে আটক করে পুলিশ। সবুজ ওই গ্রামের জীবন কুমার গাইনের ছেলে।
গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম জানান, চাঁদশী গ্রামের জীবন কুমার গাইনের ছেলে সবুজ কুমার মাদক সেবন করে প্রায়ই বাড়ি ফিরে মাতলামিসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করে আসছিল। মাদক কেনার টাকার জন্য সবুজের অত্যাচারে পরিবারের অন্যান্য সদস্যরা অতিষ্ঠ। মাদকসেবী ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার মা ও বাবা শুক্রবার বিকেলে নিজ বাড়ি ছেড়ে এক নিকট আত্মীয়র বাড়ি অবস্থান নেয়।
এদিকে, মাদক কেনার টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে সবুজ কুমার রবিবার বেলা ১২টার দিকে নিজেদের রান্না ঘরে অগ্নিসংযোগ করে। এসময় বাড়ির লোকজন আগুন নিয়ন্ত্রণ এবং মাদকসেবী সবুজকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় উজিরপুরে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়া সবুজের মা ও বাবাকে থানায় খবর দেয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে সবুজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এসআই তরিকুল।
বিডি প্রতিদিন/০৫ নভেম্বর ২০১৭/আরাফাত