নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ধর্ষণের মামলায় মামুন মিয়া (২৪) নামের যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড করেছেন আদালত। একই সঙ্গে আদালত ধর্ষণের ঘটনায় ভূমিষ্ঠ হওয়া শিশু সন্তানকে ধর্ষকের জন্মদাতা পিতা হিসেবে পরিচয় দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।
রবিবার নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আমজাদ হোসেন আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেছেন।
দণ্ডপ্রাপ্ত মামুন মিয়া (২৪) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খিরদাসাদী গ্রামের আমানউল্লাহর ছেলে।
আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর রাকিব উদ্দিন আহমেদ রকিব জানান, প্রেমের সম্পর্ক করে বিয়ের প্রলোভন দেখিয়ে মামুন মিয়া পাশের বাড়ির দূর সম্পর্কের চাচাতো বোনকে ২০১৩ সালের ৫ জানুয়ারি থেকে একাধিকবার ধর্ষণ করে। এতে অন্তঃসত্ত্বা হলে ওই তরুণী বিয়ের জন্য মামুন মিয়াকে তাগিদ দেয়। মামুন একটি কন্যা সন্তানের জন্ম হওয়ার পরেও সেটা অস্বীকার করেন। ঘটনার দুই মাস পর ১৮ মার্চ নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা দায়ের করা হয়। এ মামলায় আদালত ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন।
আদালত রায়ে আরও উল্লেখ করেছেন, শিশুটি তার মায়ের তত্ত্বাবধানে থাকবে এবং পিতা সোহেল মিয়া ও মায়ের পরিচয়ে পরিচিত হবে। ওই কন্যা শিশুর বিয়ে দেয়ার আগ পর্যন্ত সরকার ভরণপোষই বহন করবে এবং ভরণ পোষণ ব্যয়িত অর্থ সরকার ধর্ষক মামুন মিয়ার বিদ্যমান সম্পদ থেকে আদায় করবেন।
বিডি-প্রতিদিন/০৫ নভেম্বর, ২০১৭/মাহবুব