চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)’র সাবেক পুলিশ কমিশনার আব্দুল জলিল মন্ডলের নামে ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে মো রনি নামে এক যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
ফেনীর দাগনভূঁঞা এলাকা থেকে শনিবার দিবাগত রাতে মো. রনি (২০) নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। এলাকায় রনির একটি মোবাইল ফোনের দোকান আছে।
পুলিশ জানায়, কখনও মসজিদ-মাদ্রাসা নির্মাণ, কখনও চাকুরি দেয়া কিংবা মোটর সাইকেল বিক্রির কথা বলে মানুষকে বোকা বানিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ প্রতারণার ফাঁদে পা দিয়ে টাকা হারিয়েছেন কয়েকজন পুলিশ কর্মকর্তাও।
পুলিশের কাছে আসা প্রতারণার অভিযোগ তদন্ত করতে গিয়ে নগর গোয়েন্দা পুলিশ জানতে পারে, সাবেক পুলিশ কমিশনারের নামে কাতার থেকে ভুয়া ফেইসবুক আইডি চালান আতাউর সাবেক পুলিশ কমিশনারের নামে কাতার থেকে ভুয়া ফেইসবুক আইডি চালান। রনি তার হয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা সংগ্রহ করত।
গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দিন বলেন, ‘আতাউর মোবাইল ফোনে জলিল মন্ডলের মতো করে কথা বলতে পারেন। ভুয়া ফেইসবুক আইডি খুলে সে বিভিন্ন পুলিশ কর্মকর্তাকে রিকোয়েস্ট পাঠাতেন এবং কথা বলতেন। আইডিতে আব্দুল জলিল মন্ডলের বিভিন্ন ছবির পাশাপাশি ফ্রেন্ড লিস্টে বিভিন্ন পুলিশ কর্মকর্তার ছবি দেখে সহজে প্রতারিত হতেন।
বিডিপ্রতিদিন/ ৫ নভেম্বর, ২০১৭/ ই জাহান