কুমিল্লা বুড়িচং উপজেলার নিমসার বাজার অগ্রণী ব্যাংক শাখা থেকে আবদুর রাজ্জাক নামে এক সবজি ব্যবসায়ীর প্রায় পৌনে ৬ লাখ টাকা কৌশলে চুরির ঘটনায় আমিনুল ইসলাম সজল খান নামে প্রতারকচক্রের এক সদস্যকে করেছে পুলিশ।
রবিবার কুমিল্লা কোটবাড়ী সোনালী ব্যাংক এলাকা থেকে এক নারীর টাকা ছিনতাইকালে পুলিশ তাকে আটক করে। সে কুষ্টিয়ার মীরপুর থানার রানাখড়িয়া গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার কোটবাড়ি সোনালী ব্যাংক এলাকায় এক নারীর টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে তার চিৎকারে আশপাশের লোকজন আমিনুল ইসলাম সজল খানকে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে কোতয়ালী মডেল থানার অধীন চাঙ্গিনী ও বুড়িচং থানার অধীন দেবপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। তারা সজল খানকে উদ্ধার করে দেবপুর ফাঁড়িতে নিয়ে যায়।
দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই শাহাদাৎ হোসেন জানান, আটককৃত আমিনুল ইসলাম সজল খানের সঙ্গে নিমসার অগ্রণী ব্যাংক শাখা থেকে গত ২৯ অক্টোবর আবদুর রাজ্জাক নামে এক সবজি ব্যবসায়ীর ৫ লাখ ৭২ হাজার টাকা কৌশলে নিয়ে যাওয়া প্রতারকচক্রের সিসি ক্যামেরার এক সদস্যের ছবির সঙ্গে মিল রয়েছে।
বিডি-প্রতিদিন/০৫ নভেম্বর, ২০১৭/মাহবুব