রাজধানীর খিলগাঁও থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় শরিফ আহমেদ সাগর (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার গভীর রাতে খিলগাঁও খিদমাহ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফ আহমেদ সাগরের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায়। তিনি সুপ্রিম কোর্টে আইনজীবীর সহকারী হিসেবে কাজ করতেন। স্ত্রী রুনা আক্তারকে নিয়ে ঢাকাতেই থাকতেন তিনি।
নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর একজন রিকশাচালক শরিফ আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/০৬ নভেম্বর ২০১৭/এনায়েত করিম