রাজধানীর বংশাল থানার আগা সাদেক রোডের একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (২৮) নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে আগা সাদেক রোডের ৯৬ নম্বর বাড়ির ৫ম তলার ছাদে এ ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, সকালে বাসার ছাদে গেঞ্জি শুকাতে দেন আলী। কিছুক্ষণ পরে ছাদে গিয়ে দেখেন, গেঞ্জিটি বাইরের সানশেডে পড়ে গেছে। রড দিয়ে গেঞ্জিটি টেনে আনার সময় পাশে থাকা বিদ্যুতের তারের সঙ্গে রডের সংস্পর্শ ঘটলে তিনি স্পৃষ্ট হয়ে ছাদেই অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/৬ নভেম্বর ২০১৭/হিমেল