ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে বরিশাল মহানগর বিএনপি ও সহযোগী সংগঠন। আজ সোমবার বেলা ১২টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপি’র সভাপতি ও কেন্দ্রিয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সাবেক হুইপ অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন শিকদার জিয়া, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ফারুক, মহানগর যুবদল সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান শামীম, শ্রমিক দল নেতা বশির আহম্মেদ ও ফয়েজ খান এবং মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মুন্নাসহ অন্যান্যরা।
সভার সিদ্ধান্ত অনুযায়ী বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষ্যে আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করবে জেলা ও মহানগর শ্রমিক দল।
পরদিন ৮ নভেম্বর আশ্বিনী কুমার হলে মহানগর যুবদল এবং ৯ নভেম্বর একই হলে আলোচনা সভা করবে মহানগর বিএনপি। সবগুলো অনুষ্ঠানেই বিএনপি’র যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। এছাড়াও বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন শিকদার জিয়া।
বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ