চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকার একটি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে ৩ জন দগ্ধ হয়েছেন। তারা হলেন মাসুদ আলম (৪৫), আনোয়ারুল কবির (১৮) ও সানোয়ার হোসেন (২৪)। আহতদের মধ্যে মাসুদের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার আগ্রাবাদ এলাকার তানিয়া অ্যাসেসিয়েট নামে একটি সিএ-এফ প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, সকালে ওই প্রতিষ্ঠানে অফিস খুলে সুইচ অন করার সাথে সাথে আগুন লেগে যায়। এ সময় আগুনে তিনজন অগ্নিদগ্ধ হন। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর, ২০১৭/মাহবুব