বিএনপির সোহরাওয়ার্দী উদ্যানের জনসভার তারিখ পিছিয়ে শনিবার(১১ নভেম্বর) দিন নির্ধারণ করা হয়েছে বলে জানিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, কমনওয়েলথ পার্লামেন্টারী অ্যাসোসিয়েশনের সভার কারণে জনসভার তারিখ পিছানো হয়েছে। আজ দুপুরে নয়াপল্টন দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বুধবার (৮ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা হওয়ার কথা ছিল। কিন্তু কমনওয়েলথ পার্লামেন্টারী অ্যাসোসিয়েশনের সভার কারণে তা পেছানো হয়। সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন বলেও দলটির সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার