চট্টগ্রাম নগরীতে দিনে দুপরে এক ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তার কাছ থেকে ৫ লাখ ৩৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে ছিনতাই করে পালানোর সময় জনতা মো. জুয়েল নামের ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বাড়ি দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায়।
আজ কোতোয়ালী থানার আনসার ক্লাবের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানান নগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।
তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পাঁচজন মিলে ছিনতাই করেছিল। স্থানীয় লোকজন জুয়েল নামে একজনকে ধরে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে নিয়ে যায়। আমরা সেখান থেকে তাকে ধরে এনেছি। তার কাছে পুরো টাকাই পাওয়া গেছে। তবে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার