চট্টগ্রাম নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে সংঘর্ষের ঘটনায় মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন চেয়ারম্যানকে প্রধান আসামি করে ১২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
অন্য আসামিরা হলেন- জেলা যুবদলের সভাপতি কাজী সালাহ্ উদ্দিন, দিদারুল আলম মিয়াজী, শাহীনুর কবির, মোমিন, মো. রানা, মোহন দে, মো. রফিক, ইফতেখার হোসেন প্রকাশ জিপশন, রিয়াদ, টিটু, জামসেদ আলম।
গত রবিবার উত্তর জেলা যুবদলের সদস্য লায়ন দোলোয়ার হোসেন বাদী হয়ে নগরীর কোতোয়ালী থানায় এ মামলা দায়ের করেন বলে জানান থানার ওসি জসিম উদ্দিন।
তিনি জানান, সম্প্রতি নাসিমন ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে সংঘর্ষের ঘটনায় একটি মামলা দায়ের করা মামলায় ১২ জনের নাম উল্লেখ রয়েছে। তাছাড়া আরও ৯ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তির দাবিতে গত শনিবার বিকেলে নাসিমন ভবনের সামনে সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। এসময় মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি লায়ন মনিরুল ইসলাম ইউসুফের নেতৃত্বে মিরসরাইয়ের বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীর মিছিল নিয়ে আসে। পরে সমাবেশে প্রবেশের সময় নুরুল আমীনের বেশ কিছু নেতাকর্মীকে প্রবেশে বাধা দিলে বাকবিতাণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন নেতাও আহত হয়।
বিডি প্রতিদিন/০৬ নভেম্বর ২০১৭/আরাফাত