রাজধানীর কমলাপুরে মাদক ব্যবসায়ী ও অজ্ঞানপার্টির সদস্যদের ধরতে গিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সদস্য ছুরিকাঘাতে আহত হয়েছেন। আহত সেই দুই পুলিশ সদস্য হলেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বেলাল হোসেন ও উপ-পরিদর্শক (এসআই) প্রাণকৃঞ্চ।
সোমবার সন্ধ্যায় কমলাপুর রেলস্টেশনের (জিআরপি) থানার পাশে এ ঘটনা ঘটে। বেলাল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত প্রাণকৃঞ্চকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবির সিরিয়াস ক্রাইম ইউনিট।
ডিবির সিরিয়াস ক্রাইমের উপ-কমিশনার (ডিসি) মীর মোদ্দাসের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "সোমবার সন্ধ্যায় কমলাপুর জিআরপি থানার পাশে অভিযানে যায় আমাদের একটি টিম। মাদক ব্যবসায়ীরা অভিযানের বিষয়টি টের পেয়ে পুলিশের ওপর ছুরি নিয়ে হামলা চালায়। এতে আমাদের সহকারী উপ-পরিদর্শক বেলাল ও উপ-পরিদর্শক প্রাণকৃঞ্চ আহত হন।"
তিনি বলেন, "এই ঘটনার পর আহতাবস্থায় এএসআই বেলালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন আছে। আমরা একজনকে গ্রেফতার করেছি। এখনও পুরো এলাকায় অভিযান চলছে। ইতোমধ্যে আমরা চক্রটির বেশ ক’জন সদস্যকে গ্রেফতার করেছি। পরবর্তীতে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।"
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর