বিপিএল খেলায় বাজি ধরাকে কেন্দ্র করে রাজধানীর বাড্ডায় নাসিম আহমেদ (২৫) নামে এক যুবক খুন হওয়ার ঘটনায় মামলা হয়েছে।
সোমবার রাতে রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা আলী আহমেদ সাইফ উদ্দীন।
মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার প্রধান আসামি আসিফ শিকদার (২১)। তার বাবার নাম সবুজ শিকদার, বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানার মঙ্গলচি গ্রামে। দ্বিতীয় আসামি রজমান আলী (৩৮) ও তৃতীয় আব্দুর রশিদ (৫০)। এছাড়া অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে।
জানা গেছে, নাসিম আহমেদ মানারাত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করেছেন। সাত মাস আগে শামীমা জামানের সঙ্গে তার বিয়ে হয়। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। তারা লোহারটেকের মেম্বার বাড়ি লেনের ৯৭২ নম্বর বাড়িতে থাকতেন। তার বাবা আলী আহমেদ ফয়জুদ্দিন একটি বীমা কোম্পানিতে চাকরি করেন।
নাসিমের ছোট ভাই লিমন জানান, তাদের বাসার পূর্বদিকে ক্যারম খেলার একটি আসর বসে। সেখানে রাতে বিপিএল খেলায় চার-ছক্কা মারা নিয়ে নাসিম বাজি ধরে আসিফ ও রমজানের সঙ্গে। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে আসিফের গালে চড় মারেন নাসিম। বিষয়টি জানাজানি হলে আসিফের বন্ধুরা নাসিমের বাসায় এসে তার বাবাকে মারধর করে। এসময় আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে মারামারি থামায় এবং বিষয়টি মীমাংসার জন্য সোমবার সন্ধ্যায় সালিশের সময় নির্ধারণ করে। সকালে নাসিম বাসা থেকে বের হয়ে তাদের বাড়ির পাশের ভূঁইয়া গার্ডেনের সামনে গেলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আসিফ (১৬) নাসিমের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। পরে তিনি চিৎকার করলে দৌড় দিয়ে পালিয়ে যায় খুনি। আহতাবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন