রাজধানীতে রাসেল (৩০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গেন্ডারিয়া সতীশ সরকার রোড এলাকার আজ সকালে এ ঘটনা ঘটে। রাসেল মাদারীপুর শিবচড় উপজেলার মৃত আবুল হোসেনের ছেলে।
জানা যায়, ঘটনার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার