চট্টগ্রামের ষোলশহর এলাকায় আমিন জুট মিলের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে জুট মিলের ১২২টি গুদামের মধ্যে ৪ নম্বরটিতে আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
নগরীর বায়েজিদ থানার পরিদর্শক (তদন্ত) মো. মাঈনুদ্দীন জানান, পাটকলের একটি গুদাম থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।
বিডি প্রতিদিন/ ৭ নভেম্বর, ২০১৭/ ই জাহান