সিলেটে শেষ হয়েছে সাত দিনব্যাপী আয়কর মেলা। মেলার শেষ দিনে মঙ্গলবার সিলেট বিভাগের সেরা করদাতা চার পরিবারকে ‘করবাহাদুর’ হিসেবে সম্মাননা দেয়া হয়েছে। ‘কর বাহাদুর’ সম্মাননা পাওয়া পরিবারগুলো হচ্ছে- সিলেটের ফয়েজ হাসান ফেরদৌস, মৌলভীবাজারের মো. মতলিব খান, হবিগঞ্জের সুখলাল হাওলাদার, সুনামগঞ্জের মো. আজিজুর রহমান ও তাদের পরিবার।
এদিকে, আজ দুপুরে করমেলার সমাপনী উপলক্ষে নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার নাজমানারা খানুম। সিলেট কর অঞ্চলের কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ’র সভাপতিত্বে ও অতিরিক্ত কর কমিশনার মো. তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেট মেট্টোপলিটন চেম্বারের সভাপতি হাছিন আহমদ প্রমুখ। অনুষ্ঠানে সিলেট কর অঞ্চলের সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী ৩৫ জন করদাতা, সেরা কর বাহাদুর চারটি পরিবারের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/৭ নভেম্বর ২০১৭/হিমেল