দেশ গঠনে রাজনীতিবিদ ও সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলানায়তনে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শাহরিয়ার আলম বলেন, পেশাদারিত্বই সাংবাদিকতাকে মহান করেছে। একজন সাংবাদিক তার দায়িত্ববোধের প্রশ্নে যে ভূমিকা পালন করতে পারেন, তা অন্য পেশায় মেলে না।
সামাজিক এবং মানবিক দায়িত্ববোধের জায়গা থেকে সাংবাদিকতা পেশা আজ স্বাতন্ত্র্য রূপ পেয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার যেখানে অসফল সেখানে সাংবাদিকরা ইতিবাচক ভূমিকা পালন করে সমাজ, রাষ্ট্রকে এগিয়ে নিতে পারেন।
আয়োজক সংগঠনের সভাপতি খায়রুজ্জামান কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক সেরিনা জাহান কবিতা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম আকতার জাহান। এছাড়া ঢাকায় বিভিন্ন গণমাধমে কর্মরত রাজশাহী অঞ্চলের সাংবাদিক নেতারা বক্তব্য দেন।
বিডি-প্রতিদিন/০৭ নভেম্বর, ২০১৭/মাহবুব