নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি বিভাগের সহকারী অধ্যাপক মুবাশ্বার হাসান সিজারকে গতকাল মঙ্গলবার বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।এ ঘটনায় খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার।
মুবাশ্বারের চাচা বিআইডিএস এর গবেষক মঞ্জুর হোসেন দেশের একটি শীর্ষস্থানীয় অনলাইন পোর্টালকে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য মঙ্গলবার সকালে সিজার বনশ্রীর বাসা থেকে বের হন। সর্বশেষ বিকাল ৪টায় সিজারের সঙ্গে তার বাবার কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
শিক্ষক মুবাশ্বার হাসান সিজারে নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানা। থানার ওসি মো. মশিউর রহমান বলেন, আমরা তদন্ত করে দেখছি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ছিলেন মুবাশ্বার হাসান সিজার। সেখান থেকে স্নাতক পাস করার কিছুদিন সাংবাদিকতাও করেছেন। পরে তিনি যুক্তরাজ্যে মাস্টার্স ও অস্ট্রেলিয়ায় পিএইচডি করেন।
বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর, ২০১৭/মাহবুব