নৌ বাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল আমির আহমেদ মুস্তফার বাসায় ডাকাতির দায়ে ১০ আসামির ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ ঢাকার ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জাহিদুল কবির এ রায় ঘোষণা করেন।
এ বিষয়ে আদালতের পেশকার ইফতেখার হোসেন সোহাগ সাংবাদিকদের জানান, কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত আসমিরা হলেন, সেলিম আহম্মেদ মামুন, আকবর হোসেন লালু, তপন হোসেন সোহাগ, লাল মিয়া, ফারুক হোসেন, মাসুম, বিল্লাল হোসেন, সুমন সর্দ্দার, জাকারিয়া ইসলাম ওরফে মাসুদ ড্রাইভার ও কেনু মিয়া। রায় ঘোষণার সময় আসামি তপন হোসেন সোহাগ হাজির ছিলেন। পরে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া নয় আসামি পলাকত ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, রাজধানীর মহাখালীর নিউ ডিওএইচএস এলাকার ৩ নম্বর লেনের ১৬৯ নম্বর বাসায় আসামিরা ২০১০ সালের ২৩ জুলাই অস্ত্রের ভয় দেখাইয়া গুরুত্বর আঘাত করিয়া মামলামাল লুন্ঠন করে নেয়। এ ঘটনায় নৌ বাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল আমির আহমেদ মুস্তফা কাফরুল থানায় বাদী হয়ে মামলা করে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন