প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন মাইকের হর্ন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা আগেই বলেছি যে- এই প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন একটা মাইকের হর্ন। এই মাইকের হর্ন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যা বলা হবে, সেটাই বলবেন। উনাকে দলীয় দায়িত্ব শপথ করিয়ে প্রধান নির্বাচন কমিশনার বানানো হয়েছে।
আজ রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচার মেলা ভবন মিলনায়তনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আলোচনা সভায় তিনি একথা বলেন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) দেয়া বক্তব্যের সমালোচনা করে রুহুল কবির রিজভী এই মন্তব্য করেন।
রিজভী আরো বলেন, আওয়ামী লীগ সংসদকে একদলীয় বাকশাল বানিয়েছে। সে কারণে কোনো ধরনের সুষ্ঠু অবাধ নির্বাচন হোক- সেটা তারা চায় না, এরকম পার্লামেন্ট তারা রাখতে চায়।
সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্মসম্পাদক জাকির হোসেন রোকনের পরিচালনায় সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গাজী মাজহারুল আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার