চট্টগ্রামে যৌতুকের জন্য শ্বাসরোধ করে রোশনি আকতার (১৯) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর চান্দগাঁও থানার পশ্চিম মোহরা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্বামী ইউনুসকে পুলিশ আটক করেছে।
এ ব্যাপারে নিহত রোশনির বাবা আবদুল মান্নান মনা জানান, 'যৌতুকের জন্য আমার মেয়েকে প্রায়সময় স্বামী গালি-গালাজ ও মারধর করতো। বেশ কয়েকবার মেয়ে আমাদের বলেছিল। এজন্যই স্বামী বাড়িতে শ্বাসরোধ করে রোশনিকে মেরে ফেলেছে।'
এদিকে চান্দগাঁ থানার এসআই লিটন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করা হয়েছে। তবে প্রাথমিকভাবে হত্যা নাকি আত্মহত্যা তা সঠিক বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বিস্তারিত জানা যাবে।
রোশনি ও ইউনুসের সংসারে ২ বছরের এক মেয়ে আছে।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ